আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং কি?

আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং কি? আউটসোর্সিং (Outsourcing) হচ্ছে নিজের কাজটা প্রতিষ্ঠনে না করে, বাইরে কোনো ক্লাইন্ট দিয়ে করিয়ে আনা,, আরো সহজে বলি,, একটি প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে বাইরের কোন প্রতিষ্ঠান বা ক্লাইন্টদের মাধ্যমে অল্প মুনাফায় করিয়ে নেয়া। এটাই হচ্ছে আউটসোর্সিং, বিভিন্ন দেশের মানুষ মার্কেটপ্লেস থেকে প্রতিদিন অল্প টাকায় করিয়ে নিচ্ছে। এখান থেকেই ফ্রিল্যান্সিং টা মুলত শুরু,,, তাহলে চলি ফ্রিল্যান্সিং কি জেনে নেই,,, যারা অল্প সময়ে অল্প মুনাফায় কাজটা করছে তারাই হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং (Freelancing) অর্থ হচ্ছে মুক্তপেশা । যখন কোন ক্লাইন্ট কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজ না করে চুক্তিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে কাজ করে থাকেন, এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং,, একজন ফ্রিল্যান্সার স্বাধীন মতো কাজ করে,, তার রয়েছে কাজের ধরণ নির্ধারণের স্বাধীনতা, তেমনি রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা। অফিসের গতানুগতিক সময়ের মধ্যে বা কাজের ফ্রিল্যান্সার স্বীমাবদ্ধ নয়। কোম্পানিগুলো বা কোনো এজেন্সি সাধারণত আউটসোর্সিং করে খরচ কমানোর জন্য...